উত্তরদিনাজপুর

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও পথ চলা শুরু PCDA এর

২০০৬ সালে দক্ষিণবঙ্গে শুরু হলেও রবিবার ইসলামপুর প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক কনভেনশনের মধ্য দিয়ে উত্তরবঙ্গে পথ চলা শুরু করল প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রসঙ্গত রবিবার ইসলামপুর প্রেস ক্লাব ভবনে প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কনভেনশনে উত্তর দিনাজপুরের জেলা কমিটি গঠন করা হয়। ঔষধ ব্যবসায়ী শুভেন্দু মজুমদারের নেতৃত্বে ১৫ জনের জেলা কমিটি গঠন করা হয়। আগামী দিনে এই জেলা কমিটির মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠন গড়ে তোলার পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হবে এই সংগঠন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা রক্তদান করেছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর শুভেচ্ছা বার্তা দিয়ে এদিনের কনভেনশনের সূচনা করেন । ঔষধের জাল কারবারি সহ বিনা প্রেসক্রিপশনে নেশা জাতীয় ঔষধ বিক্রি করা কারবারিদের কড়া ভাষায় আক্রমণ করে তাদের তীব্র ধিক্কার জানিয়েছে অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব।